আজ(শুক্রবার) দ্বিতীয় টি-২০ তে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং এ আজ সফল বাংলাদেশ। ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রা্ন। দলীয় ৫৯ রানে ৯ ওভার ৩ বলে রাভিন্দ্রা এর বলে আউট হন লিটন দাশ।
এরপর ৫৯ রানে মুশফিক এবং ৭২ রানে সাকিব আল হাসান আউট হলে দলের হাল ধরেন মাহামুদেল্লাহ এবং নাইম শেখ। তবে তাদের পার্টনারশীপ বেশিক্ষণ স্থায়ী হয় নি। শেষ অব্দি নুরুল হাসান এর শোহান কে সাথে নিয়ে বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেন ১৪১ রান।
সমালোচকরা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে উইকেটের অজুহাত না দিয়ে ভালো ভাবে ব্যাটিং করলে এই মাঠেও বেশ চ্যালেঞ্জিং স্কোর করা যায়।
এক নজরে বাংলাদেশের স্কোর, নাঈম শেখ ৩৯(৩৯), লিটন কুমার দাশ ৩৩(২৯), মুশফিকুর রহিম ০(১), সাকিব আল হাসান ১২(৭), মাহামুদেল্লাহ ৩৭(৩২)*, আফিফ হোসেন ৩(৩), এবং নুরুল হাসান সোহান ১৩(৯)।
-min.jpg)