কিছুদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার সাথে টি-২০ সিরিজ এবং নিউজিল্যান্ড এর সাথে চলমান টি-২০ সিরিজের কোন ম্যাচেই রান পাচ্ছেন না ব্যাটসম্যানরা। স্লো এবং ঘূর্ণী উইকেট বানিয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে নিলেও বিপদে ফেলছে ব্যাটসম্যান দের কে।
এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সর্বশেষ ৫ টি-২০ ম্যাচের ৩ টি তেই সাকিব আল হাসান এর স্ট্রাইক রেট ১০০ এর নিচে। একই অবস্থা বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদের। সর্বশেষ ৫ টি-২০ ম্যাচের ২ টাতে তিনি আউট হয়েছেন শূণ(০) রানে। মাত্র ১ ম্যাচে স্ট্রাইক রেট ১০০ এর বেশি। ওপেনিং জুটির অবস্থাও একই।
এ বিষয়ে সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেন, "বিশ্বকাপ এর আগে এই প্রিপারেশন কে ভালো প্রিপারেশন বলা যায় না, কারণ ব্যাটসম্যানরা এখানে রান করতে পাচ্ছে না। তাই এই উইকেটের জয় কোন কাজে আসবে না"
ব্যাটসম্যান দের এমন ব্যর্থতার প্রসঙ্গে ক্রিকেট কোচ ও বিশ্লেষক মিনহাজুল আবেদীন বলেন, "মিরপুরে এর চেয়ে ভালো উইকেট করা অবশ্যই সম্ভব। পরবর্তী ২/৩ টি ম্যাচে যদি ১৪০/১৫০ রান বা কোন ভালো উইকেটে খেলতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের প্রস্তুতিতে কাজে আসবে"
জয়ের আত্নঃবিশ্বাস দরকার আছে, কিন্তু এভাবে যে ফেইক আত্নঃবিশ্বাস বাড়ছে এতে হিতে বিপরীত হতে পারে ওমান ও দুবাই এর মাটিতে।
উইকেটের এমন আচরণে এবার সমালোচনা হচ্ছে দেশের বাহিরেও। টি-২০ বিশ্বকাপ এর প্রস্তুতির নামে যা হচ্ছে তা অবাক করছে ক্রিক্রেটার, ধারাভার্ষ্কার সহ সকলকেই।
-min.jpg)