Arman Alif Nokol Song Lyrics in Bangla (নকল গান লিরিক্স বাংলা) Arman Alif New Viral Song 2022, New Bangla Song 2022 - New Tik Tok Viral Song2022
Arman Alif Viral Song Nokol Full Information
- Song : Nokol
- Singer: Arman Alif
- Lyrics & Tune : Arman Alif
- A Visual Film By : FoiSalur AakaSh
Arman Alif Viral Song Nokol Lyrics in Bangla
সারা রাত জেগে
মনে স্বাদ জাগে
বামুন হয়ে চাঁদের গায়ে আঁচর লাগাতে
জেগে থাকার নেশা
সে এক আজব যন্ত্রণা
তবুও ভুল করে মন ভালোবাসে ভুল নেশাটারে
আহা-আহারে কেন জানতে গেছিলাম
একটা টানের প্রেমে পড়ে সবই হারালাম!
আহা-আহারে কেন জানতে গেছিলাম
একটা টানের প্রেমে পড়ে সবই হারালাম!
তাই ভাল্লাগেনা আয়নায় আমার আমারে দেখতে
যত দেখি ততই আমি পারিনা চিনতে
যাদের সাথে মিশতে নিষেধ করত বাবা-মা
আজ আমি তাদের মধ্যে একজন-কান্দে আমার মা
আমিও অসুখের আগে
একটা প্রেমিক ছিলাম রে
আমারই ভুলের কারণে
প্রেমিকা টা কত কেঁদেছে
সে যে কত কি করে
আমারে প্রেম বুঝিয়েছে
তবুও আমার মাতাল মন
শুধু তারে মিথ্যাই ভেবেছে
প্রেমটারে খুন করে আমি প্রেমিকারে চাই
তাই প্রিয়ার মনে প্রিয় অমানুষ হয়ে পেলাম ঠাঁই
প্রেমটারে খুন করে আমি প্রেমিকারে চাই
তাই প্রিয়ার মরে প্রিয় অমানুষ হয়ে পেলাম ঠাঁই
তাই ভাল্লাগেনা আয়নায় আমার আমারে দেখতে
যত দেখি ততই আমি পারিনা চিনতে
যাদের সাথে মিশতে নিষেধ করত বাবা-মা
আজ আমি তাদের মধ্যে একজন কান্দে আমার মা
আমারও পাগল রে দেখলে
লাগতো মনে ভয়
আজকাল সব পাগল-ই বন্ধু হয়ে
মনের কথা কয়!!
তখন খেলনা ছিলো
টাকার চেয়ে বেশি পছন্দ
আজ সেই টাকার কাছেই পছন্দেরা
খেলনা হলো!!
বেকার ছেলেটারে বেওয়ারিশ লাশের মত
তোমরা কাটাছেঁড়া করে সযত্নে ঢেকে রাখো!
বেকার ছেলেটারে বেওয়ারিশ লাশের মত
তোমরা কাটাছেঁড়া করে সযত্নে ঢেকে রাখো!
তাই যাদের সাথে মিশতে নিষেধ করতো বাবা-মা
আজ আমিই তাদের মধ্যে একজন কান্না বুঝিনা
আর ভাল্লাগে না নকল হাসি নকল প্রেমিকা
নকল আত্মীয় নকল বন্ধু নকল আমি-টা
.jpg)