Keno Ora Gonika Song Lyrics in Bangla কেন ওরা গণিকা গান লিরিক্স বাংলা ) Poran Ahsan New Song 2022, New Bangla Song 2022, Habib Mostafa New Song 2022 - Poran Ahsan New Song 2022, New Tik Tok Viral Song 2022
Keno Ora Gonika Song Full Credit
- Song : Keno Ora Gonika (কেন ওরা গণিকা)
- Singer : Poran Ahsan
- Lyric : Habiba Begum
- Tune : Habib Mostafa
- Music : Rosen Rahman
- Language : Bangla
- Label : Agniveena
কেন ওরা গণিকা গান সকল তথ্য
- কথা : হাবিবা বেগম
- সুর : হাবিব মোস্তফা
- সঙ্গীত : রোজেন রহমান
Poran Ahsan -Keno Ora Gonika Lyrics in Bangla
গ্রামগঞ্জ কিংবা রাতের শহরে ক্ষুধার্ত পেটে খদ্দের খুঁজে কিছু মানুষ।
এ সমাজ যাদের নাম দিয়েছে গণিকা।
গণিকাদের উৎসাহিত করা কিংবা
তাদের পক্ষে সাফাই গাওয়া
এই গানের উদ্দেশ্য নয়।
গণিকা সামাজিকভাবে ধিকৃত একটি শব্দ।
পতিতাবৃত্তি অসম্মানজনক এক পেশা।
আমরা দূর থেকে শুধু তাদের ঘৃণাই করে যাই।
অথচ একবারও ভাবি না,
কেন বা কোন ফাঁদে পড়ে
আজ তারা এই অন্ধকারে ডুবে আছে।
আসুন আমরা এগিয়ে আসি, তাদের সুস্থ,
স্বাভাবিক ও সুন্দর জীবনের
নিশ্চয়তা প্রদান করি।
আমাদের ঘুমন্ত বিবেককে
জাগ্রত করতেই আজকের এই গান।
ভেঙে রাতের নিরবতা রাজপথ জাগে রোজ
ক্ষুধার্ত গণিকারা করে খদ্দের খোঁজ
দু’মুঠো ভাত জোটে না তো
মুখে হাসি ফোটে না তো
অভিশাপের এ জীবন বয়ে চলে হররোজ
করে খদ্দের খোঁজ!
আঁধারের পথ সঙ্গী করে ঘুরে সারা জীবন
দিনের আলো তাদের দেখে লুকায় মুখটা এখন
সবাই করে ধুর ছাই ছাই
শরীর হয়েছে ছুঁত বাকি কিছু নাই
দু’মুঠো ভাত জোটে না তো করে খদ্দের খোঁজ
জীবিকার ফাঁদ বাঁচার তাগিদ
পুড়েছে স্বপ্ন চোখে নাই নিদ
অট্টালিকার বাবু সাহেব প্রেম মাঙ্গে তার কাছে
জাত বিচারের নেই সময় রঙিন ফানুস ঐ নাচে
কেউ জানলো না কেন তারা গণিকা
কেউ শুনল না চিৎকার ধ্বনিটা
দু’মুঠো ভাত জোটে না তো করে খদ্দের খোঁজ
More Lyrics
.webp)