এই টুর্নামেন্ট উপলক্ষ্যে ২৮ সদস্যের বাংলাদেশ দল বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিল। ২৪ ফেব্রুয়ারি সেই সংখ্যা ২০ এ নামিয়ে আনা হয়। দল চূড়ান্তের সঙ্গে আম্পায়ারও চূড়ান্ত হয়। এবার বাংলাদেশর দলের সঙ্গে আম্পায়ার হিসেবে যাচ্ছেন মোহাম্মদ আলী খান পিয়াল। আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সাধারণত সেলিম লাকী ও শাহবাজ আলী।
এবার পিয়ালকে মনোনয়েনের ব্যাপার প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘এএইচএফ প্রতি দেশে নতুন আম্পায়ার তৈরি করতে চাইছে। সেলিম ও শাহবাজ অভিজ্ঞ এজন্য এবার নতুন আম্পায়ারকে সুযোগ দেয়া হয়েছে।’ পিয়ালের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আম্পায়ার্স বোর্ড আমাদের ছয়টি নাম দিয়েছিল। সেখান থেকে আমরা একজনকে বেছে নিয়েছি।’
প্রিমিয়ার লিগে এবার রনি ভালো আম্পায়ারিং করেছেন। রনি ফেডারেশনের বিবেচনায় না আসায় এএইচএফের সঙ্গে যোগাযোগ করেছেন। এএইচএফ তাকে খেলা পরিচালনার আমন্ত্রণ জানিয়েছে। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, ‘এএইচএফের সঙ্গে যোগাযোগ করে সে নিজ খরচে যেতে পারে।’
এশিয়া কাপের বাছাই পর্ব এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। এখান থেকে তিনটি দল যাবে এশিয়া কাপের মূল পর্বে।
