'এ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে আয়ারল্যান্ড কে ২-১ গোলে হারায় পর্তুগাল। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। কিন্তু পনেরো মিনিটের মাথায় রোনালদো এর পেনাল্টি আইরিশ গোলকিপার আটকে দিলে গোল বঞ্চিত হয় সি আর সেভেন এর দল পর্তুগাল।
এদিকে ম্যাচের ৪৫ মিনিটে জন ইগার এর গোলে লিড নেয় আয়ারল্যান্ড এবং বিরতির আগের অংশে আয়ারল্যান্ড ১-০ গোলে এগিয়ে থাকে।
বিরতির পর ম্যাচের ৮৯ দুর্দান্ত এক হেড করে ম্যাচে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। এবং তার এই গোলেই তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক হন। কিন্তু এখানেই থামেন নি, অতিরিক্ত সময়ে আরও এক গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এই গোলে তার গোগ সংখ্যা হয়ে দাঁড়ায় ১১১ টি।
১১১ টি গোলের মধ্যে ৩৩ টি বিশ্বকাপে, ৩১ টি ইউরো চ্যাম্পিয়ানশিপ কোয়ালিফিকেশনে, ১৪ টি ইউরো চ্যাম্পিয়ানশিপে, ৭ টি বিশ্বকাপে, ৫ টি ন্যাশনাস লিগে, এবং ২ টি কনফেডারেশন কাপে।
-min.jpg)